কাক ও জলের কলসি

কাক ও জলের কলসি

    একসময় এক গাছের ডালে বাস করত একটা কাক। একদিন দুপুর রোদে তার খুব জলের তেষ্টা পেল। চারদিকে সে জল খুঁজতে লাগলো।  এমন সময় তার নজরে পড়ল একটা কলসি।

  সে তখনই উড়ে গিয়ে সেই কলসির কানায় বসলো।  ভিতরে উঁকি মেরে দেখলো কলসিতে একেবারে নীচের দিকে অল্প জল রয়েছে। ভেবে পেল না কলসির নীচে থাকা জল সে কি করে পান করবে।

   অনেকক্ষণ ধরে সে ভাবতে ভাবতে একটা উপায় বার করল। কলসি থেকে কিছুটা দূরে বেশ কতগুলি নুড়ি পাথরের টুকরো পড়েছিল। সে ঠোঁটে করে একটা একটা করে পাথরের টুকরো কলসিতে ফেলতে লাগলো। বেশ অনেক গুলি পাথরের টুকরো ফেলার পর সে দেখল, জল একটু একটু করে উপরের দিকে উঠছে। এইভাবে সে অনেকগুলো নুড়ি পাথরের টুকরো কলসিতে ফেলতে লাগলো। 

   পাথরের টুকরোতে ধীরে ধীরে কলসিটা ভর্তি হয়ে এলো আর নীচের জল অনেকটা উপরে উঠে এলো। তারপর চালাক কাক ঠোঁট ডুবিয়ে তার পিপাসা মেটাল। 

নীতিকথা - বুদ্ধি থাকলে উপায় হয়

Leave a Comment