কুকুর ও মাংসখন্ড

কুকুর ও মাংসপিন্ড

একদিন একটি কুকুর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে কোথাও কিছু না পেয়ে এক মাংসের দোকানের সামনে এসে দাঁড়াল। মাংসের দোকানি একটু অন্যমনস্ক হতেই সুযোগ বুঝে একখণ্ড মাংস নিয়ে সে পালাল।

ছুটতে ছুটতে সে নিজের আস্তানার দিকে চলল। ভাবল, মনের আনন্দে বসে বসে মাংস খাওয়া যাবে। পথে পড়ল একটা খাল। সেই খালের ওপর সাঁকো পেরোতে গিয়ে খালের জলে সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পেল।

সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল সে। ভাবল, ওটিও তারই মতো একটি কুকুর। তারই মতো একটি মাংসখণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তার লোভ হল। ভাবল, তার ভাগ্য আজ খুব ভালো। আর একটা মাংসখণ্ড। সে মনে করল, ইচ্ছা করলেই সে ওই কুকুরটার কাছ থেকে তা কেড়ে নিতে পারে।

যেমন ভাবা তেমন কাজ। হাঁ-করে সে ওই মাংসখণ্ডটি নেওয়ার জন্য খালের জলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু একী! কুকুরটা গেল কোথায়? আর তার মুখের মাংসখণ্ডটিই বা কোথায়? কুকুরটা ভাবল, আমি কী বোকা! অতিরিক্ত লোভ করতে গিয়ে শেষে আমি নিজের মুখের খাবারও হারালাম। হায় ! হায় ! এখন আমি কী করি! আজ যে সারাটা দিন আমায় উপোস করে কাটাতে হবে। 

নীতিকথা - ‘লোভের পরিণাম কখনও ভালো হয় না।” 

Leave a Comment