দুই বন্ধু ও ভালুক
একদিন একটা বনের মধ্যে দিয়ে দুই বন্ধু হেঁটে যাচ্ছিল। হঠাৎই তারা দেখলো ভাল্লুক বেরিয়ে আসছে। সেটা দেখে দুজনেই চমকে উঠলো। কি করবে কিছু বুঝে উঠতে পারল না। আর ঠিক তখনই এক বন্ধু দৌড়ে গিয়ে সামনের একটা গাছের উপরের উঠে লুকিয়ে পড়ল।
অন্য বন্ধুটি গাছে উঠতে জানতো না। সে তখন কি করবে এই ভাবতে গিয়ে তার মাথায় একটা বুদ্ধি এলো। আগে সে কোথাও শুনে ছিল যে ভালুক মরা মানুষের দেহ ছোঁয় না। তখন সে নিজের শ্বাস-প্রশ্বাস বন্ধ করে মরা মানুষের মত অভিনয় করে মাটিতে শুয়ে থাকলো।ভালুকটা তখন মাটিতে শুয়ে থাকা মানুষটার কাছে এসে তাকে শুকে দেখলো মানুষটা নড়ছে কিনা।তারপর মানুষটাকে মৃত ভেবে ধীরে ধীরে চলে গেল।
আর এইসব ঘটনা গাছের উপর থেকে অন্য বন্ধুটি দেখছিল। ভালুকটা চলে যাবার পর সেই বন্ধুটা নীচে নেমে এসে অপর বন্ধুকে জিজ্ঞেস করল, “আচ্ছা বন্ধু, ভালুক যাওয়ার সময় তোমার কানে কানে কি বলে গেল?” এই কথা শুনে অন্য বন্ধুটি মাটি থেকে উঠে বসলো। তারপর বললো, “ভালুক আমার কানে কানে বলে গেলো বিপদের সময় যে বন্ধু একা ফেলে রেখে পালিয়ে যায় তাকে কখনো বিশ্বাস করতে নেই।”