শেয়াল আর বক
এক শিয়ালের বন্ধুত্ব হয়েছিল এক বকের সঙ্গে। তাই শেয়াল একদিন বন্ধুকে খাবার জন্য তার বাড়িতে নিমন্ত্রণ করল। বকের ভীষণ আনন্দ। সব কাজ তাড়াতাড়ি সে সেরে নিল বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেতে যাবে বলে। বক শিয়ালের বাড়িতে যেতেই শেয়াল তাকে ভীষণ আদর করে ডেকে নিয়ে গিয়ে বসলো। বক দেখলো মাটির উপরে একটা বড়ো চ্যাপ্টা থালা রাখা তাতে ঝোল ঢালা রয়েছে। শিয়াল বককে বলল, “এসো বন্ধু” দুই বন্ধু একসঙ্গে খাই। এই বলেই শেয়াল তার জিভ দিয়ে দিব্যি ঝোল চাটতে লাগলো। কিন্তু বক তার ঠোঁট দিয়ে কিছুই তুলে খেতে পারছিলো না। অবশেষে খালি পেটেই ফিরতে হলো তাকে।
কিছুদিন পর বক শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ করলো। শিয়ালের তো ভীষণ মজা হল জমিয়ে খাওয়া দাওয়া হবে তাহলে। শিয়াল যাওয়াতে বক ভীষণ খুশি। তাকে ঘরে নিয়ে গেলো।শিয়ালকে খুব যত্ন করে একটা সরু মুখওয়ালা মাটির কুঁজোতে ঝোল খেতে দিল।ঠিক একই রকম ভাবে বকও বলল শেয়ালকে,”এসো বন্ধু” খাওয়া শুরু করো তা বলেই সে তার লম্বা সরু ঠোঁটটা কুঁজোর মধ্যে ঢুকিয়ে খেতে লাগলো। কিন্তু শেয়ালের মুখ ওই রকম পাত্রে ঢুকল না। সে তখন ভীষণ চিন্তায় পড়ে গেল। সে শুধু বকের খাওয়া দেখতে লাগলো।
বকের খাওয়া শেষ হবার পর বিষন্ন মুখে শেয়াল বাড়ি ফেরার জন্য তৈরি হলো। তখন শেয়াল কে ডেকে বক বললো, “কিছু মনে করো না বন্ধু” এটা তো তোমার থেকেই শিখেছি আমি।শেয়াল কিছু না বলে নিজের বাড়ির দিকে রওনা হল।